নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): শান্তি ফিরছেই না সংসদে, সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশন মণিপুর ইস্যুতে উত্তাল। এই পরিস্থিতিতে সরকারের কৌশল ঠিক করতে বুধবার সকালে সংসদে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বাদল অধিবেশনে সরকারের কৌশল নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। বুধবার সকালের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, প্রহ্লাদ যোশী, অনুরাগ সিং ঠাকুর, পীযূষ গোয়েল, নীতীন গড়কড়ি, নির্মলা সীতারমন ও অর্জুন রাম মেঘওয়াল প্রমুখ।
এদিকে, নিজেদের মধ্যে আবারও একপ্রস্থ বৈঠক সারল বিরোধীরা। সংসদে রাজ্যসভার দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের চেম্বারে বৈঠক করেছেন সমমনোভাবাপন্ন বিরোধী দলের নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন শরদ পওয়ার, ফারুক আব্দুল্লাহ, ডেরেক ও’ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং, রাঘব চাড্ডা ও শশী থারুর প্রমুখ।

