শিলিগুড়ি, ২ আগস্ট (হি. স.) : শিলিগুড়ির বৈকুণ্ঠপুর বিভাগের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা লক্ষাধিক টাকার সাল কাঠ বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করেছে। পাশাপাশি চালককেও আটক করা হয়েছে। গ্রেফতার চালকের নাম পুলক মন্ডল। বুধবার ডাবগ্রাম রেঞ্জ অফিসে সংবাদ সম্মেলন করে রেঞ্জার শ্যামা প্রসাদ চাকলাদার এ তথ্য জানান।
শ্যামা প্রসাদ চাকলাদার জানান, গোপন সূত্র জানতে পেরে মঙ্গলবার রাতে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা শিলিগুড়ির বর্ধমান রোড সংলগ্ন শক্তিগড় এলাকায় নাকা তল্লাশি শুরু করে। তখনই সাল কাঠ বোঝাই একটি পিকআপ ভ্যান আসার পর বনকর্মীরা ভ্যানটি থামিয়ে তল্লাশি শুরু করে। সেইসময় ভ্যান থেকে লাখ লাখ টাকার অবৈধ সাল কাঠ উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র না দেখানোয় কাঠ বাজেয়াপ্ত করার পর চালককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সাল কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানান চাকলাদার। অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।