কলকাতা, ২ আগস্ট (হি. স.) : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবারও সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে করম পুজো, শবে বরাতে পূর্ণ দিবস ছুটির ঘোষণা করলেন তিনি।
বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তিনি এই ঘোষণা করেন। তিনি বলেন, ‘রাজ্যে সব সম্প্রদায়ের জন্যই ছুটি দেওয়া হয়। দুর্গাপুজোর ছুটি সব সম্প্রদায়ের জন্য, সেরকম ইদের ছুটিও সবার জন্য। যদিও করম পুজো ও শবে বরাতে ওঁদের ছুটি রয়েছে। তা নিয়ে অনেক কথা হয়। তাই আমরা এই দুই দিনে ‘স্টেট হলিডে’ ঘোষণা করছি।’
মুখ্যমন্ত্রী এদিন জানান যে শিল্পবান্ধব পরিবেশের জন্য জন্য স্কচ পুরস্কার পেয়েছে বাংলা। তিনি বলেন, ‘হ্যান্ডলুম ও টেক্সটাইলে ভালো কাজ করছে পশ্চিমবঙ্গ, রাজ্যের পাওয়া সমস্ত পুরস্কার আলিপুর জেলের সংগ্রহশালায় রাখা হবে।’