লোন দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিল এক যুবক, আটক অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ প্রতারনার অভিযোগে আটক এক যুবক। শান্তিরবাজার তপোবন আশ্রম এলাকা থেকে প্রতারনার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলেদিলো এলাকাবাসী। 
ঘটনার বিবরনে জানাযায়, শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকাথেকে এক যুবক এক্সিস ব্যাঙ্কের ইনসুরেন্স ও লোন পাইয়ে দেবার নামকরে এলাকার ৭ জন লোকের কাছথেকে অর্থ সংগ্রহকরেছে।  পরবর্তী সময় এলাকাবাসিরা জানতে পারে ছেলেটি প্রতারক।  প্রতারনার ফাঁদে পাদিয়ে লোকজনেরা অর্থ নষ্টকরেছে।  অবশেষে মঙ্গলবার শান্তির বাজার তপোবন আশ্রম সংলগ্ন এলাকাথেকে যুবকটিকে আটক করে লোকজনেরা। খবর দেওয়াহয় শান্তির বাজার থানায়। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবকটিকে ঘটনাস্থলথেকে আটককরে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *