প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অনেকটাই ভালো আছেন, বৃদ্ধি পেয়েছে অক্সিজেন লেভেলও

কলকাতা, ২ আগস্ট (হি.স.): আগের চেয়ে অনেকটাই ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে সংক্রমণ এখনও রয়েছে, তাই বিপদ পুরোপুরি কাটেনি। এরই মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসকদের বলতে শুরু করেছেন, তাঁকে এ বার ছেড়ে দেওয়া হোক। কিন্তু এই মুহূর্তে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ভাবছেনই না চিকিৎসকেরা।

এরইমধ্যে আশার কথা হল, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমার পাশাপাশি, বেড়েছে অক্সিজেন লেভেল। চিকিৎসকরা আশান্বিত, তিনি ধীরে ধীরে সুস্থতার পথে যাচ্ছেন। আচ্ছন্নভাব পুরোপুরি কেটে গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বেশিরভাগ সময় বিছানায় বসে অক্সিজেন নিচ্ছেন তিনি। সময় কাটছে সঙ্গে থাকা সহকারীর সঙ্গে গল্প করে। এর মাঝেই একটানা বাইপ্যাপের মাস্ক পড়ে থাকা চিকিৎসকদের কাছে অনিচ্ছা প্রকাশ করছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

উল্লেখ্য, ফুসফুস এবং শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ নিয়ে গত শনিবার আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বুদ্ধদেবকে। তার পর থেকে সেখানেই রয়েছেন তিনি। শনিবার রাতেই তাঁকে ‘ইনভেসিভ ভেন্টিলেশনে’ দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে ভেন্টিলেশন থেকে বার করা হয়। এখন আগের চেয়ে ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।