ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট।। দেওধর ট্রফির ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। পুদুচেরিতে বিসিসিআই আয়োজিত প্রফেসর ডিবি দেওধর ট্রফির ফাইনাল ম্যাচে পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল পরস্পরের মুখোমুখি হবে। লীগ পর্যায়ের খেলায় দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চলকে ৫ উইকেটে পরাজিত করেছিল। তবে ফাইনাল ম্যাচের ফলাফল কি হয় সে ব্যাপারে অনিশ্চিত ক্রিকেট মহল। উল্লেখ্য, লীগ পর্যায়ের খেলায় দক্ষিণাঞ্চল পরপর পাঁচ ম্যাচের প্রত্যেকটিতে জয়ী হয়ে ফাইনালে প্রবেশ করেছে। অপরদিকে পূর্বাঞ্চল পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়ে ফাইনালে উন্নীত হয়েছে। দক্ষিণাঞ্চল প্রথম ম্যাচে উত্তরাঞ্চলকে ১৮৫ রানে, পশ্চিমাঞ্চলকে ১২ রানে, উত্তর-পূর্বাঞ্চলকে নয় উইকেটে, পূর্বাঞ্চলকে পাঁচ উইকেটে এবং মধ্যাঞ্চলকে সাত উইকেটে পরাজিত করেছিল। পূর্বাঞ্চল প্রথম ম্যাচে মধ্যাঞ্চলকে ছয় উইকেটে, দ্বিতীয় ম্যাচে উত্তর পূর্বাঞ্চল কে আট উইকেটে, তৃতীয় ম্যাচে উত্তরাঞ্চলকে ৮৮ রানে এবং শেষ ম্যাচে পশ্চিমাঞ্চলকে ১৫৭ রানে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে।
2023-08-02

