দরিদ্রদের জন্য সর্বোত্তম শিক্ষাগত সুবিধা নিশ্চিত করবে দিল্লি সরকার : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): দিল্লির সরকারি স্কুলগুলিতে দরিদ্র এবং সুবিধাবঞ্চিতদের সর্বোত্তম শিক্ষাগত সুবিধা নিশ্চিত করবে দিল্লি সরকার। বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার দিল্লির সঙ্গম বিহারের দেওলি পাহাড়ি এলাকায় একটি নতুন স্কুল ভবনের উদ্বোধন করেছেন কেজরিওয়াল।

সেখানে তিনি বলেন, “আমাদের মধ্যে অনেকেই দরিদ্র পরিবার থেকে এসেছেন, কেউ ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, শ্রমিক। এমন পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলি ফি বৃদ্ধি করেছে, সাধারণ মানুষ শিশুকে পড়াতে পারছে না। বাধ্য হয়ে সরকারি স্কুলে পাঠাচ্ছেন। আগে স্কুলগুলির এমন বেহাল দশা ছিল, ভবন-কক্ষ ভাঙা, টেবিল-চেয়ার নেই, পরিচ্ছন্নতা নেই। এখন আর সেই অবস্থা নেই, যে কাজ ৭৫ বছরে হয়নি তা ৮ বছরে হয়েছে। দেওলিতে এর চেয়ে ভালো স্কুল আর হবে না।” মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আরও বলেছেন, গরিবদের সন্তানদের সুশিক্ষা দেওয়া আমার দায়িত্ব। আমি আমার সন্তানদের যে শিক্ষা দিয়েছি তার চেয়ে ভালো শিক্ষা দেব আপনাদের সন্তানদের। এখন দিল্লির সরকারি স্কুলের ছেলে-মেয়েরা NEET-JEE ক্লিয়ার করে ডাক্তার হচ্ছে। সরকারি স্কুলের ছেলে-মেয়েরা দেশের পাশাপাশি আপনাদের নামও বয়ে আনবে।”