রানাঘাট, ২ আগস্ট (হি. স.) : নদিয়ার রানাঘাটে মঙ্গলবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির সময় বজ্রপাতে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম অপর্ণা বিশ্বাস (৩২)।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার প্রবল বৃষ্টিতে কাজ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের কবলে পড়েন। বজ্রপাতে গুরুতর আহত অপর্ণাকে স্থানীয় লোকজনের সহায়তায় রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় বজ্রপাতে তিনটি পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। রানাঘাটে এক মহিলার মৃত্যুর পর মঙ্গলবার বজ্রপাতে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ