নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): মণিপুর হিংসার ঘটনায় আলোচনার দাবি জানিয়ে বিধি ২৬৭-র অধীনে রাজ্যসভায় জমা পড়েছে ৬০টি নোটিশ, কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছেন, এরপরই বিরোধী দলগুলি রাজ্যসভা থেকে একযোগে ওয়াকআউট করে। বুধবার রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই সদনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির দাবি জানাতে থাকেন বিরোধীরা।
মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে হবে, এই স্লোগান দিতে থাকেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। তখন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেছেন, চেয়ার থেকে নির্দেশ জারি করা হবে না – “আমি সেই নির্দেশ দিতে পারি না। আমি দেব না…।” মণিপুর ইস্যুতে এদিন উত্তাল হয়েছে লোকসভাও। সংসদের নিম্নকক্ষেও একই চিত্র ধরা পড়েছে। হইহট্টগোলের মধ্যে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।

