মহিলা ফুটবল সুপার লিগের ভাইটালম্যাচে আজ ‌স্পোর্টস স্কুল-ফুলো ঝানু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট।।
ত্রিপুরা স্পোর্টস স্কুলকে আগামীকাল কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাব। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে লড়াই করে পরাজিত হওয়ায় খেতাবের দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়েছে সুজিত ঘোষের দল। বুধবার ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে পরাজিত হলে ছিটকে যাবে খেতাবের দৌড় থেকে। তা ভালো করেই জানেন দিপালী হালাম-‌রা। তাই আজ ত্রিপুরা স্পোর্টস স্কুলকে হারিয়ে ঘুরে দাড়াতে বদ্ধপরিকর ফুলো ঝানো দলের ফুটবলাররা। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল লিগে। সুপারের প্রথম ম্যাচে কিল্লা মর্ণিং ক্লাবকে পরাজিত করে খেতাবের দৌড়ে জম্পুইজলা প্লে সেন্টারের সঙ্গে শীর্ষে রয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। খেতাবের দৌড়ে টিকে থাকতে হলে জয় পেতেই হবে কল্পনা দেববর্মা-‌র দলের। দুদলই মঙ্গলবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আগামীকাল ফেভারিট হিসাবেই মাঠে নামবে শ্রেয়া দেব-‌রা। এদিন সকালে অনুশীলন শেষে কল্পনা বলেন,”জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না। আমার মেয়েরা যেভাবে খেলছে তা বজায় থাকলেই পুরো পয়েন্ট নিয়েই আমরা মাঠ ছাড়বো। মেয়েদের বোঝানো হয়েছে ম্যাচটির গুরুত্ব। মেয়েরা আত্মবিশ্বাসী জয় পাওয়া নিয়ে”। এদিকে ফুলো ঝানো দলের কাছে ম্যাচটি ‘‌ডু অর ডাই’ ম্যাচ। ম্যাচ থেকে পয়েন্ট হারালেই খেতাবের দৌড় থেকে ছিটকে যাবে দল। কোচ সুজিত ঘোষ স্পোর্টস স্কুলকে এগিয়ে রাখলেও দল যে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে তা নিয়ে নিশ্চিত। দিপালী হালাম-‌কে সামনে রেখেই আক্রমণের ছক কষছেন ফুলো ঝানু দলের কোচ। স্পোর্টস স্কুলের বিরুদ্ধে দল আগামীকাল আক্রমণাত্মক ফুটবল খেলবে তা স্পষ্টভাবে জানিয়ে দেন কোচ। ফুটবলপ্রেমীরাও আগামীকাল ভালো খেলা দেখা নিয়ে আশাবাদী। ‌‌‌