মনিশংকরের ৫ উইকেট : পশ্চিমাঞ্চলকেহারিয়ে দেওধরের ফাইনালে পূর্বাঞ্চল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট।। মনিশংকরের টিম পূর্বাঞ্চল দেওধর ট্রফির ফাইনালে খেলবে। প্রতিপক্ষ ফের দক্ষিণাঞ্চল। খেলা আগামী ৩ আগস্ট। খেলা হবে পুদুচেরিতে। প্রফেসর ডি বি দেওধর ট্রফির ফাইনাল ম্যাচ। ছয় দলীয় লিগ পর্যায়ের খেলা আজ শেষ হয়েছে। পূর্বাঞ্চল লীগ পর্যায়ে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় ছিনিয়ে দ্বিতীয় শীর্ষে অবস্থান করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। পক্ষান্তরে দক্ষিণাঞ্চল ফাইনালে খেলা আগেই নিশ্চিত করে নিয়েছে টানা চার ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার সুবাদে। আজ, মঙ্গলবারের খেলায় বিশেষ করে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ভাইটাল ম্যাচে পূর্বাঞ্চল ১৫৭ রানের বড় ব্যবধানে পশ্চিমাঞ্চলকে পরাজিত করে ফাইনালের জন্য কোয়ালিফাই করেছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে পূর্বাঞ্চল নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩১৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পশ্চিমাঞ্চল ৩৪ ওভার খেলে ১৬২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিজয়ী পূর্বাঞ্চলের পক্ষে রিয়ান পরাগের অপরাজিত ১০২ রান এবং উৎকর্ষ সিংয়ের ৫০ রান সঙ্গে বিরাট সিংহের ৪২ রান এবং ওপেনার এ. আর ঈশ্বরনের ৩৮ রান বেশ উল্লেখযোগ্য। তবে উইকেট রক্ষক কুমার কোষাগ্র-এর ৫৩ রান বড় স্কোরের ব্যাপারে বেশ ভূমিকা রেখেছে বলা চলে। পশ্চিমাঞ্চলের বোলার সেমস মুলানি ৪৫ রানে তিনটি উইকেট পেয়েছিল। পশ্চিমাঞ্চলের ওপেনার তথা উইকেট রক্ষক দেশাই সর্বাধিক ৯২ রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। মনি শংকর মুরাসিং আজও বোলিংয়ের চমক দেখিয়েছে এক কথায় মনি শংকর মুরাসিং-এর কাছেই পশ্চিমাঞ্চল হেরে কুপোকাত হয়েছে। মনি শংকর আঠাশ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নিয়ে পুরো পশ্চিমাঞ্চলকে থেঁতো করে দেয়। এককথায় মনিশংকরের কাধে ভর করেই পূর্বাঞ্চল মূলত: পশ্চিমাঞ্চলকে হারাতে পেরেছে এবং ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। দিনের অপার খেলায় উত্তরাঞ্চল ৯ উইকেটের ব্যবধানে উত্তর-পূর্বাঞ্চলকে পরাজিত করেছে। যদিও এই ম্যাচটি মূলতঃ নিয়ম রক্ষার ম্যাচ ছিল। অপরদিকে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের খেলা তখনও হচ্ছিল।