জম্মু, ৩১ জুলাই (হি.স.): নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারীকে গুলি করে নিকেশ করেছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সকালে বিএসএফ জানিয়েছে, রবিবার গভীর রাত ১.৫০ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের আরএস পুরার আর্নিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিকেশ হয়েছে এক অনুপ্রবেশকারী।
রাতের অন্ধকারে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই অনুপ্রবেশকারী। আরএস পুরার আর্নিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই গুলি চালান বিএসএফ জওয়ানরা, আর তাতেই নিকেশ হয়েছে ওই অনুপ্রবেশকারী।