যান দূর্ঘটনায় মৃত্যু এক স্কুল ছাত্রের, আহত আরও তিন

আগরতলা, ৩১ জুলাই (হি.স.) : স্কুলে যাওয়ার পথে যান সন্ত্রাসের বলি হয়েছে এক ছাত্র। ওই দূর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন ছাত্র। কুমারঘাট মাছমারা এলাকায় বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে। দমকল বাহিনী ওই দুর্ঘটনায় আহতদের  উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষনা করেন। 

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এমজেড০৫৪৮৫৮ নম্বরের একটি বাইকে চেপে চারজন ছাত্র স্কুলে যাচ্ছিল। মাছমারা এলাকায় আসা মাত্র বিপরীত দিক থেকে আসা টিআর০২কে১৬০১ নম্বরের গাড়ির সাথে মুখোমুখি  সংঘর্ষ হয়েছে। গাড়ির ধাক্কায় বাইক থেকে চারজন ছাত্র রাস্তায় ছিটকে পড়েছে। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনী ও পুলিশকে খবর পাঠিয়েছেন।দমকল বাহিনী ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এক ছাত্রকে মৃত বলে ঘোষনা করেন।

তিনি আরও জানিয়েছেন, মৃত স্কুল ছাত্র কুমারঘাটের বাসিন্দা রাজেশ মালাকার। আহতরা হল, আশিষ মালাকার, পন্ডিত মালাকার ও রুবেল মালাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *