১৪০ কেজি গাঁজা উদ্ধার, ধৃত তিন যুবক

আগরতলা, ৩১ জুলাই (হি.স.) : ত্রিপুরায় নেশার প্রকোপ দিন দিন বেড়েই  চলছে। নেশাকারবারিরা নিত্যনতুন পন্থা অবলম্বন করে নেশা সামগ্রী পাচার ও মজুত করে রাখছে। সোমবার ভোরে সিধাই থানার পুলিশ মোহনপুর বিজয়নগর গ্রামের এক বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১৪০ কেজি শুকনো গাঁজা সহ নগদ ১ লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করেছে। সাথে তিন নেশাকারবারিকারীকে আটক করা হয়েছে।কিন্তু বাড়ির মালিককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক সিদ্ধার্থ শংকর কর।

তিনি জানিয়েছেন, প্রতি দিনের মতো গতকাল গভীর রাতেও এলাকায় সিধাই থানার পুলিশ টহলদারীতে নেমেছিল। তখন সন্দেহজনক তিন যুবক দুটি বাইকে করে যাচ্ছিল। পুলিশ তাদের নির্দেশ দিলে তাঁরা পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের পেছনে ধাওয়া করেছে।তাঁরা পালিয়ে গিয়ে মোহনপুর বিজয়নগর গ্রামের বাসিন্দা প্রশান্ত সরকারের বাড়িতে প্রবেশ করেন। সোমবার ভোরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়েছে। অভিযানে মোট তিন যুবকের কাছ মোট ১৪০ কেজি শুকনো গাঁজা সহ নগদ ১ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে।কিন্তু বাড়ির মালিক প্রশান্ত সরকারকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

তিনি বলেন, ধৃত তিন যুবক সিপাহীজলার বাসিন্দা আতিকুল ইসলাম, সাগর শীল এবং কিশোর দাস বলে পরিচয় মিলেছে। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *