বিশালগড়ে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ বিশালগড়ের সৎসঙ্গ আশ্রম সংলগ্ণ এলাকায় বাইক ও পণ্যবাহী গাড়ির সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন বাইক আরোহী সঞ্জয় দেবনাথ৷ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে রেফার করা হয় জিবিপিতে৷ পুলিশ গাড়ি বাইক দুটিকেই থানায় নিয়ে আসে৷ দ্রুতগামীতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ উল্লেখ্য বিশালগড় এলাকায় পথ দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে৷ দুর্ঘটনার লাগাম টানা সম্ভব হচ্ছে না পুলিশ এর ট্রাফিক পুলিশের তরফে৷ দুর্ঘটনা রোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *