সরকারি অফিসের নেম প্লেট লাগিয়ে গাড়িতে নেশা সামগ্রী পাচার চক্রের দুই পান্ডা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ আগরতলা পূর্ব থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মরা চৌমুহনী এলাকা থেকে গাড়িসহ ২ ড্রাগ পাচারকারী এবং টাকারজলা থেকে এক বাইক চোরকে আটক করতে সক্ষম হয়েছে৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ সামগ্রী উদ্ধার হয়েছে৷ দুটি ক্ষেত্রেই নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ গত বিশ বেশ কিছুদিন ধরেই ড্রাগ পাচারকারীরা অভিনব কৌশল অবলম্বন করে তাদের ড্রাগ প্রচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে৷ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নামের নাম নেমপ্লেট ব্যবহার করে গাড়িতে ড্রাগস পাচার করার অভিনব কৌশল গ্রহণ করেছে প্রচারকারীরা৷ তাতে রীতিমতো বিপাকে পড়ে পুলিশ৷ কেননা সরকারের দপ্তরের আধিকারিকদের গাড়িগুলো সাধারণত চেক করে না পুলিশ৷ আর সেই সুযোগকে কাজে লাগিয়েই সরকারি দপ্তরের আধিকারিকদের পদবীর নাইম নেমপ্লেট গাড়িতে লাগিয়ে ড্রাগস পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ মরা চৌমুহনী এলাকায় একটি গাড়ি আটক করে দুই ড্রাগ পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ অপরদিকে এক বাইক চোরকে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে টাকারজলা থেকে বাইকসহ আটক করতে সক্ষম হয়েছে পূর্ব থানার পুলিশ৷
 সরকারি অফিসের নেমপ্লেট ব্যবহার করে অবৈধভাবে ড্রাগস পাচার চক্রের ২ পান্ডাকে আটক করে আগরতলা পূর্ব থানার পুলিশ৷ তাদের কাছ থেকে একটি গাড়ি, দুটো মোবাইল ফোন, ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ৷৷ পাশাপাশি এক বাইক সহ চোরকে আটক করে আগরতলা পূর্ব থানার পুলিশ৷৷ এই বিষয় সম্পর্কে  জানিয়েছেন সদর এস ডিপিও দেবপ্রসাদ রায়৷৷
এদিকে, নেশা সেবনকারিদের  বিরুদ্ধে অভিনব শাস্তি দিল বিশালগড়ের রঘুনাথপুর এলাকার জনগণ !
বিশালগড় রঘুনাথপুর এলাকার জনগণের হাতে ধরা পড়ে দুই ড্রাগস সেবনকারি৷ তাদের বাড়ি সোনামুড়া মহকুমায়৷ তাদের মধ্যে একজন পরে পালিয়ে যায়৷ অন্যজনকে বাধ্য করা হয় ঘাস খেতে৷ পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *