সংগঠনকে শাক্তিশালী করতে ব্লক ভিত্তিক বৈঠক করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ কংগ্রেস দলকে উজ্জীবিত করতে ময়দানে নেমে পড়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা৷ গত কয়েকদিন ধরেই তিনি রাজ্যসফার শুরু করেছেন৷ রাজ্য সফরের অঙ্গ হিসেবে রবিবার তিনি পাবিয়াছড়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন৷ রাজ্যের সবকটি ব্লক এলাকায় প্রদেশ কংগ্রেস সভাপতি বৈঠক করবেন বলে জানিয়েছেন৷ লোকসভা নির্বাচনের আগে রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতির এই সফর বলে জানানো হয়৷ দীর্ঘদিন ধরে যেসব নেতা কর্মী সমর্থক অভিমান করে ঘরে বসে রয়েছেন তাদেরকে উজ্জীবিত করে দলকে আগামী দিনে সঠিক বার্তায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করে চলেছেন প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি আশীষ কুমার সাহা৷ পাপিয়া ছড়া শো কর কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, আগামী দিনে ত্রিপুরায় শক্তিশালী হবে  কংগ্রেস৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের  সভাপতির দায়িত্ব ভার গ্রহণের পর গোটা রাজ্যে কংগ্রেসের ভিত মজবুত করতে নেমে পড়েছেন সভাপতি আশীষ সাহা৷  রবিবার ঊনকোটি জেলার পাবিয়াছড়া বিধানসভার ব্লক কংগ্রেস ভবনে এসে সভাপতি দলীয় কর্মীদের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি আদিবাসীদের সঙ্গে নিয়ে ইতিমধ্যে যেন ময়দানে ঝাঁপিয়ে পরে কাজ শুরু করেন তার নির্দেশ দেন৷ এইদিন আশীষ সাহার আগমনকে কেন্দ্র করে কংগ্রেস অফিসে স্থানীয় নেতৃত্ব সহ দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়৷ এইদিন আশীষ সাহা বক্তব্য রাখতে গিয়ে রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন৷ এইদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির আগমনকে কেন্দ্র পাবিয়াছড়া কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্ব দ্বিবচন্দ্র রাঙ্খল , প্রশান্ত সেন চৌধুরী ,পিসিসি সদস্য তরুণ সাহা ,পিসিসি সদস্য শ্যামল ভট্টাচার্যী , ব্লক প্রেসিডেন্ট অসিত দেব ,সহ অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *