ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।।অবশেষে টিসিএ নিয়ে অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ডাক্তার প্রফেসর মানিক সাহা বললেন, টিসিএ-র বিষয় তো রাজ্য সরকারের বিষয় নয়। এটা তো ক্লাব, অ্যাসোসিয়েশন তথা স্বায়ত্তশাসিত সংগঠনের বিষয়। ক্লাব, এসোসিয়েশন তথা সংগঠন-ই দেখবে। আইন শৃঙ্খলার ব্যাপার হলে অবশ্যই দেখবে রাজ্য সরকার। তবে পুরো বিষয়টার উপর নজর রয়েছে রাজ্য সরকারের, অভিমত রাজ্যের মুখ্যমন্ত্রীর। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সাম্প্রতিককালের অনভিপ্রেত পরিস্থিতির আখেরে ক্ষতি হচ্ছে রাজ্য ক্রিকেটের। সত্যিকার অর্থে তার আশু সমাধান প্রয়োজন।
2023-07-30