ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।।প্রত্যাশিতভাবেই সেরা হলো অভিজ্ঞান ঘোষ এবং আর্শিয়া দাস। রাজ্য অনূর্ধ্ব-১৯ দাবা প্রতিযোগিতায়। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে দুদিনব্যাপী আসর শেষ হলো রবিবার সকালে। বালক বিভাগে অংশ নেওয়া ১৪ জন দাবাড়ুর মধ্যে ৪ রাউন্ড শেষে ৩ পয়েন্ট পেয়ে শীর্ষে ছিলো ৪ জন। পরে ভোকলস পয়েন্টে প্রথম থেকে চতুর্থ স্থান দখল করে যথাক্রমে অভিজ্ঞান ঘোষ, দেবাঙ্কুর ব্যানার্জি, দিব্যজ্যোতি সরকার এবং দিগন্ত রায়। আড়াই পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান দখল করে মেহেকদ্বীপ গোপ। বালিকা বিভাগে অংশ নেওয়া ১৩ জন দাবাড়ু-র মধ্যে ৪ রাউন্ড শেষে পুরো ৪ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বিষ্ময় বালিকা আর্শিয়া দাস। ৩ পয়েন্ট পেয়ে ভোকলসে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে আরাধ্যা দাস এবং মুশকান দেবনাথ। আড়াই পয়েন্ট পেয়ে ভোকলসে চতুর্থ এবং পঞ্চম স্থান দখল করে যথাক্রমে অঙ্কিতা সরকার এবং সমৃদ্ধি ঘোষ। খেলা পরিচালনা করেন জাতীয় আরবিটর অনুপম ভট্টাচার্য। আসর সু্ষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন উদ্যোক্তা কমিটির পক্ষে অভিজিৎ ঘোষ।
2023-07-30