ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।।তিন স্বর্ণ সহ ৮ পদক পেলো ত্রিপুরা। রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত ৩৩ তম জাতীয় স্ট্রেংথ লিফটিং এবং ইমপ্লাই বেঞ্চ প্রেস প্রতিযোগিতায়। ২৬-৩০ জুলাই অনুষ্টিত হয় আসর। তাতে ১৪ সদস্যের ত্রিপুরা দল অংশ নেয়। আসরে জুনিয়র বালিকাদের ৫২ কে জি বিভাগে রুপশ্রী দাস ইমপ্লাই বেঞ্চ প্রেস বিভাগে স্বর্ণ, স্ট্রেংথ লিফটিং বিভাগে ব্রোঞ্জ, ৮০ কে জি বিভাগে অতসী বিশ্বাস ইমপ্লাই বেঞ্চ প্রেসে স্বর্ণ, স্ট্রেথ লিফটিং -এ রৌপ্য, ৮০ কে জি উর্ধ্ব বিভাগে রিয়া দত্ত স্ট্রেংথ লিফটিং-এ স্বর্ণ, ইমপ্লাই বেঞ্চ প্রেসে রৌপ্য, মাস্টার্সে গ্রুপ- বি বিভাগে নির্মল দাস স্ট্রেংথ লিফটিংয়ে রৌপ্য এবং ইমপ্লাই বেঞ্চ প্রেসে ব্রোঞ্জ পদক জয় করেন। রাজ্যদলের কোচ রাণা দেব রাজস্থান থেকে এখবর জানিয়েছেন। তিনি ত্রিপুরা দলের পারফরম্যান্সে খুশি। ত্রিপুরা দলের ম্যানেজার দুলাল শুক্ল দাসও খুশি। ত্রিপুরা থেকে রেফারি হিসাবে গেছেন শম্ভু নাথ সাহা।
2023-07-30