BRAKING NEWS

চাকরির দাবতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জেআরবিটি উত্তীর্ণ বেকারদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷  জাতির পিতা মহাত্মা গান্ধীর রঘুপতি রাঘব রাজা রাম গান গেয়ে নতুন পদ্ধতিতে আন্দোলন করলেন জেআরবিটি উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা৷
রবিবার আগরতলা সিটি সেন্টারের সামনে বেকার যুবক-যুবতীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট চাকরির জন্য ভিক্ষে চাইছেন৷  তাদের দাবি গত দু’’বছর ধরে পরীক্ষা হওয়ার পর থেকে সরকার  তাল বাহানা করে যাচ্ছে৷তাই সরকার যাতে আর তালবাহানা না করে সেই অনুরোধে রাখলেন আজকের এই আন্দোলন থেকে৷
গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে রেজাল্ট প্রকাশিত হলেও গ্রুপ সির ইন্টারভিউ হলেও এখনো ফল প্রকাশ করছে না দপ্তর৷ তাই এই আন্দোলন বলে জানালেন বেকার যুবক-যুবতীরা৷ চাকুরী প্রত্যাশী বেকার যুবক যুবতীদের অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতে তারা মুখ্যমন্ত্রী এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তরের কর্মকর্তাদের কাছে জোরালো দাবি জানিয়েছেন৷ অবিলম্বে বেকারদের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে স্পষ্ট বার্তা দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *