ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।। পূর্বাঞ্চলের বিজয় রথ থামিয়ে দিল দক্ষিণাঞ্চল। দেওধর ট্রফির ফাইনাল নিশ্চিত করতে হলে মনিশঙ্করের টিম পূর্বাঞ্চলকে আগামী ১লা আগস্টের ম্যাচে জয় ছিনিয়ে নিশ্চিত করতে হবে। এদিকে দক্ষিণাঞ্চল টানা চতুর্থ ম্যাচে জয় ছিনিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। দক্ষিণাঞ্চল আজ, রবিবার দুর্দান্তভাবে ৫ উইকেটের ব্যবধানে পূর্বাঞ্চলকে পরাজিত করেছে। অপর খেলায় মধ্যাঞ্চল আট উইকেটের ব্যবধানে উত্তর পূর্বাঞ্চলকে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম জয়ের স্বাদ পেয়েছে। পুদুচিরিতে ছয় দলীয় গ্রুপ লীগের খেলায় দক্ষিণাঞ্চল বনাম পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে পূর্বাঞ্চল ৪৬ ওভারে ২২৯ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে বিরাট সিংয়ের ৪৯ রান, শুভ্রাংশু সেনাপতির ৪৪ রান, আকাশ দ্বীপের ৪৪ রান, মুক্তার হোসেন এর ৩৩ রান উল্লেখযোগ্য। দক্ষিণাঞ্চলের কৌশিক ও কিশোর তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল ৪৪.২ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অধিনায়ক মৈয়াঙ্ক আগরওয়ালের ৮৪ রান, সাই সুদর্শনের ৫৩ রান দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেয়। উইকেট রক্ষক জগদিশানের ৩২ রান এবং রোহিত রায়াডুর অপরাজিত ২৪ রান দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। পূর্বাঞ্চলের অভিনব চৌধুরী দুইটি উইকেট পায়। অপর খেলায় উত্তর পূর্বাঞ্চল প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ৪৯ ওভারে ১৬৪ রান সংগ্রহ করলে জবাবে মধ্যাঞ্চল ৩৩ ওভার খেলে দুই উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দিনের অপর খেলায় উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ম্যাচ তখনও চলছে।
2023-07-30

