ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।। প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল থেকে সুপার লিগের খেলা শুরু হচ্ছে, মহিলা লিগ ফুটবলের। লীগের সেরা চারটি দলকে নিয়ে খেলা হচ্ছে। আগামীকাল সুপার লিগের প্রথম ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ও কিল্লা মর্নিং ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। সকাল আটটায় শুরু হবে ম্যাচ। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের মহিলা লিগ ফুটবল কমিটির সচিব পার্থসারথি গুপ্ত গত বুধবারেই (২৬ জুলাই) সুপার লিগের সূচি ঘোষণা করেছেন। চার দলের মোট ছয়টি ম্যাচ হবে। সাত আগস্ট সুপার লিগের খেলা শেষ হবে। ৩১ জুলাই দ্বিতীয় ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার খেলবে ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাবের বিরুদ্ধে। সকাল আটটায় ম্যাচ। ১লা আগস্ট বিরতির পর, ২রা আগস্ট তৃতীয় ম্যাচে স্পোর্টস স্কুল খেলবে ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাবের বিরুদ্ধে। সকাল আটটায় খেলা হবে। ৩ আগস্ট জম্পুইজলা প্লে সেন্টার ও কিল্লা মর্নিং ক্লাব পরস্পরের মুখোমুখি হবে, বিকেল পৌনে চারটায়। ৪ আগস্ট বিরতির পর ৫ আগস্ট ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাব খেলবে কিল্লা মর্নিং ক্লাবের বিরুদ্ধে, বিকেল পৌনে চারটায়। ৭ আগস্ট সুপার লিগের শেষ ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ও জন্পুইজলা প্লে সেন্টার পরস্পরের মুখোমুখি হবে বিকেল পৌনে চারটায়।
2023-07-29