ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।।শীর্ষে রয়েছে ৬ জন দাবাড়ু। রাজ্য অনূর্ধ্ব-১৯ দাবা প্রতিযোগিতার বালক এবং বালিকা বিভাগে। দুবিভাগে আসরে অংশ নেয় ২৭ জন দাবাড়ু। রাজ্য দাবা সংস্থা আয়োজিত আসর হচ্ছে এন এস আর সি সি-র দাবা হলঘরে। শনিবার প্রথম দিনে ৩ রান্ডের খেলা হয়। বালক ইবভাগে অংশ নেওয়া ১৪ জন দাবাড়ুর মধ্যে প্রথম তিন রাউন্ড শেষে আড়াই পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অভিজ্ঞান ঘোষ, দিগন্ত রায়, দিব্যজ্যোতি সরকার এবং দেবাংকুর ব্যানার্জি। ২ পয়েন্ট নিয়ে ওই ৪ জনের ঘাড়ে নিশ্বাস ফেলছে মেহেকদ্বীপ গোপ এবং অনাবিল গোস্বামী। সদ্য রাজ্য সেরা শাক্য সিনহা মোদক অনেকটাই পিছিয়ে রয়েছে। বালিকা বিভাগে অংশ নেওয়া ১৩ জন দাবাড়ুর মধ্যে ৩ রাউন্ড শেষে প্রত্যাশিতভাবে পুরো ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্শিয়া দাস এবং আরাধ্যা দাস। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান রয়েছে অঙ্কিতা সরকার, সমৃদ্ধি ঘোষ এবং রাধিকা মজুমদার। আগামীকাল আসর শেষ। খেলা পরিচালনা করছেন অনুপম ভট্টাচার্য।
2023-07-29