নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ ত্রিপুরা সরকারের তথ্য সংসৃকতি দপ্তর ও আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে তিন দিন ব্যাপী আয়োজিত মিডিয়া ওয়ার্কশপে আজ সমাপ্তি হল৷ এই কর্মশালাকে ঘিরে রাজ্যের সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে৷ গত ২৬শে জুলাই মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এই কর্মশালার উদ্বোধন করেন৷ তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য দপ্তরের সচিব ডঃ প্রদীপ চক্রবর্তী ও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য৷ আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ৩৫০ জন সাংবাদিক ও চিত্রসাংবাদিক তিন দিনের এই কর্মশালায় অংশগ্রহণ করেন৷ কর্মশালায় প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও ওয়েব মিডিয়ার সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের জন্য পৃথক পৃথক সেশনের আয়োজন করা হয়েছিল৷ কলকাতা ও গুয়াহাটি থেকে আগত মোট আট জন অভিজ্ঞ প্রশিক্ষক এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন৷ এই কর্মশালায় প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার রিজিওনাল এডিটর জয়ন্ত রায় চৌধুরী, আনন্দবাজার পত্রিকার প্রাক্তন সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত, গল্ফ নিউজের প্রাক্তন ফটো এডিটর শঙ্খ কর, কলকাতা টিভির প্রাক্তন চিফ ক্যামেরাম্যান শ্যামল চন্দ্র দত্ত, দূরদর্শনের ডেপুটি ডিরেক্টর জেনারেল স্নেহাশীষ সুর, এবিপি নিউজ’র এডিটর মনোজ্ঞা লৈয়াল, ইস্ট মোজো’’র এডিটর কর্মা পালজোর ও আসাম ট্রিবিউনের ডিজিটাল ডেস্ক’র প্রধান শৌভিক রায় চৌধুরী৷ কর্মশালার শেষে অংশগ্রহণকারী প্রত্যেক সাংবাদিক ও চিত্রসাংবাদিকদেরকে তথ্য দপ্তরের উদ্যোগে শংসাপত্র প্রদান করেন তথ্য দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ও উপ অধিকর্তা দেবাশীষ নাথ৷ সফলতার সঙ্গে এই তিনদিনের কর্মশালা সম্পন্ন হওয়ায় আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে সকল প্রশিক্ষক, অংশগ্রহণকারী সাংবাদিক চিত্রসাংবাদিকগণ ও তথ্য সংসৃকতি দপ্তরের কর্মীবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন৷
2023-07-29