ভারতরত্ন সংঘ: ৫
নবোদয় সংঘ: ২
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।। ফের জয় পেলো ভারতরত্ন সংঘ। দুর্বল প্রতিপক্ষ নবোদয় সংঘকে হারিয়ে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন, রানার্সের হিসেব-নিকেশ অনেকটাই চুকে গেছে। তবুও লীগের খেলায় জয়ের আনন্দটাই আলাদা। ভারতরত্ন সংঘ শেষ ম্যাচে খেলবে কল্যাণ সমিতির বিরুদ্ধে। তবে এ পর্যন্ত ৬ ম্যাচে দুটি করে জয়, ড্র এবং হারের মধ্য দিয়ে ভারতরত্ন সংঘ এবছর মিশ্র ফল করেছে বলা চলে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ, শনিবার বিকেলে দিনের একমাত্র খেলায় ভারতরত্ন সংঘ ৫-২ গোলের ব্যবধানে নবোদয় সংঘকে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ৩-১ গোলে এগিয়ে ছিল। শুরুতে ১৪ মিনিটের মাথায় প্রথম গোল চুক্তার জমাতিয়া পা থেকে। ৬ মিনিট বাদে, ১১ মিনিটের ব্যবধানে জয় কিষান দেববর্মা পরপর দুটো গোল করলে ব্যবধান ৩-০ হয়। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে নবোদয় সংঘের পল্টু চৌধুরী একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। দ্বিতীয়ার্ধের খেলায়ও ভারতরত্ন সংঘ অনেকটা প্রাধান্য বিস্তার করে খেলে। তবে খেলার ৬৩ মিনিটের মাথায় নবোদয় সংঘের রাজমনি দেববর্মা একটি গোল করে ব্যবধান দুই -তিনে কমিয়ে আনার পর খেলার চেহারায় অনেকটা পরিবর্তন আসে। দু’দলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণের মাত্রা অনেকাংশে বেড়ে যায়। কিন্তু ম্যাচের লাগাম পুরোপুরি ভারতরত্ন সংঘের অধীনেই থাকে। খেলার ৭৮ মিনিটের মাথায় কেলবিন ডারলং এবং ৮৬ মিনিটের মাথায় হারভয় ডার্লং পর পর দুটো গোল করলে চূড়ান্ত ব্যবধান ৫-২ হয়। পরবর্তী সময়েও নবোদয়ের আক্রমণ ভাগের ছেলেরা গোল করার প্রয়াস জারি রাখলেও কার্যত সফল হয়নি। খেলার দুই অর্ধে দুদলের চারজনকে ভারতরত্নের চুকতার, নবোদয়ের তরুণ, পল্টু ও অতনুকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন সজল চন্দ্র গোপ, সত্যজিৎ দেবরায়, লিটন সাহা ও অরিন্দম মজুমদার। দিনের খেলা: পুলিশ রিক্রিয়েশন ক্লাব বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।