বিজনোর, ২৯ জুলাই (হি. স.) : উত্তর প্রদেশের আফজালগড়ে নয় বছর বয়সী একটি মেয়ে শিশুর উপর ওপর দেওয়াল ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।
আফজালগড়ের মহল্লা বাচা বাগে বসবাসকারী নাফিসের নয় বছরের মেয়ে আফিয়া শনিবার বাড়ির ছাদে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সেই সময় হঠাৎ একটি দেওয়াল পড়ে মেয়েটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। অন্য শিশুদের চিৎকার শুনে পরিবারের লোকজন মেয়েটিকে ধ্বংসস্তূপ থেকে বের করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মেয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।