বাঁকুড়া, ২৮ জুলাই (হি. স.) : ভেঙে পড়ছে বিদ্যালয়ের একাংশ। তার মধ্যেই আতঙ্ক নিয়ে পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের, অভিযোগ এমনই। এই অভিযোগ তুলে এবার বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের পানপুকুর প্রাথমিক বিদ্যালয়ের ফটকে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।
অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের একাংশ ভগ্নপ্রায় হয়ে পড়েছে। একপ্রকার আতঙ্ক নিয়েই ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পড়াশোনা করতে হয়। বারবার প্রশাসনকে জানানো হলেও বিদ্যালয় সংস্কারের বিষয়ে কর্ণপাত করেনি প্রশাসন এমনটাই অভিযোগ।
তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিদ্যালয়ের ফটকের সামনে বিক্ষোভে সামিল হলেন বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের পানপুকুর গ্রামে।
জানা যায়, পানপুকুর প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় হয়ে পড়েছে। ছাদের চাঙর ভেঙে পড়ছে, দেওয়ালে ফাটল ধরেছে। যে কোনও মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা প্রকাশ করে বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরা বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হলেন। এই মুহূর্তে তাঁদের একটাই দাবি দ্রুত বিদ্যালয় সংস্কার করা হোক।