মহিলা সুপারলিগ ফুটবলে শক্তি বাড়াচ্ছে কিল্লা, ফুলো ঝানু ও জম্পুইজলা পি.সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই।।রবিবার থেকে শুরু সুপার লিগের আসর। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা লিগ ফুটবলের। সুপারের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে কিল্লা মর্ণি ক্লাবের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিযামে ওইদিন সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ লিগে পরাজিত হওয়ার পর সুপারে স্পোর্টস স্কুলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে বদ্ধপরিকর কিল্লার ফুটবলাররা। তাই ভিনরাজ্য থেকে ফুটবলার আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে কলকাতার ৫ মহিলা ফুটবলারের সঙ্গে কথা বলে নিয়েছে। কিন্তু সংবাদ লিখা পর্যন্ত সি আর এস আসেনি। ফলে কিল্লার কোচ বিজয় কুমার জমাতিয়া ফুটবলারদের নাম জানাতে নারাজ। টেলিফোনে স্পষ্টভাবেই জানান, সি আর এস আসার পরই ফুটবলারদের নাম জানানো হবে। তবে বিশ্বাস করি ফুটবলাররা আসবেই। এদিকে গ্রুপ লিগে অপরাজিত থাকা স্পোর্টস স্কুলের ফুটবলাররা চাইছে সুপার লিগেও অপরাজিত থাকতে। শারীরিক অসুস্থতার জন্য কোচ কল্পনা দেববর্মা দুদিন ছুটি নেওয়ায় শুভেনজিৎ সিনহা ফুটবলারদের অনুশীলন করাচ্ছেন। সাফল্য পাওয়ার লক্ষ্যে প্রতিদিন দুবেআ করে বাধারঘাটের স্পোর্টস স্কুলের মাঠে চলছে অনুশীলন। এদিন অনুশীন শেষে শুভেনজিৎ বলেন,”খেতাব জয় করতে মরিয়া আমাদের মেয়েরা। দলের প্রতিটি ফুটবলার মুখিয়ে রয়েছে সুপারে আরও ভালো খেলতে। আশাকরি ফুটবলপ্রেমীদের ভালো খেলা উপহার দেবে মেয়েরা সুপার লিগে”।‌ এদিকে ফুলো ঝানো দলও শক্তি বাড়ানোর পরিকল্পনায় রয়েছে বলে খবর। গ্রুপ লিগে কলকাতা থেকে সঙ্গিতা রায়-‌কে এনে শক্তি বাড়িয়েছিলো জম্পুইজলা উপ্লে সেন্টার। সুপারেও আর একজন মহিলা ফুটবলারকে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানালেন কোচ সুবোধ দেববর্মা।  ‌