নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): নবায়নযোগ্য শক্তির ক্ষমতার ক্ষেত্রে ভারত বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে একটি। জোর দিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জি-২০ পরিবেশ ও জলবায়ু সুস্থায়ী মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “আমরা ২০৭০ সালের মধ্যে নেট শূন্য অর্জনের লক্ষ্যও স্থির করেছি। আমরা আমাদের জোটের মাধ্যমে আন্তর্জাতিক সৌর জোট, সিডিআরআই এবং শিল্প পরিবর্তনের জন্য নেতৃত্ব গোষ্ঠী-সহ আমাদের অংশীদারদের সাথে সহযোগিতা চালিয়ে যাচ্ছি। ভারত জীববৈচিত্র্য সংরক্ষণ, সুরক্ষা এবং সমৃদ্ধকরণে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ভারত সম্প্রতি আমাদের ধরিত্রীতে ৭টি বড় বিড়াল সংরক্ষণের জন্য আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স চালু করেছে। এটি আমাদের প্রজেক্ট টাইগারের ওপর ভিত্তিশীল, একটি অগ্রণী সংরক্ষণ উদ্যোগ। প্রজেক্ট টাইগারের ফলস্বরূপ, বিশ্বের ৭০ শতাংশ বাঘ ভারতে পাওয়া যায়। আমরা প্রজেক্ট লায়ন এবং প্রজেক্ট ডলফিনেও কাজ করছি।”
2023-07-28