উত্তর প্রদেশের উন্নাও-এ ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

উন্নাও, ২৮ জুলাই (হি.স.) : উত্তর প্রদেশের উন্নাও জেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন সদস্য। অ্যাম্বুলেন্সে ছিলেন পরিবারের ৪ জন সদস্য, অ্যাম্বুলেন্সে পরিবারের এক সদস্যদের দেহ নিয়ে ফিরছিলেন তাঁরা। শুক্রবার ভোররাতে একটি অজ্ঞাত গাড়ি তাঁদের অ্যাম্বুলেন্সে ধাক্কা মারলে ৪ জনের মৃত্যু হয়। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

উন্নাও জেলার পূর্ব কোতোয়ালি থানার অন্তর্গত বিলেশ্বর মন্দিরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় পরিবারের অন্য একজন সদস্য গুরুতর আহত হয়েছেন। সার্কেল অফিসার (সিও) দীপক সিং বলেছেন, উন্নাও জেলার মৌরওয়ানের বাসিন্দা ধনীরাম সবিতা (৭৩) কানপুরের হ্যালেট হাসপাতালে মারা যান। তাঁর পরিবারের সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ বাড়িতে নিয়ে আসছিলেন। বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে।