বিরোধীদের থেকে গঠনমূলক পরামর্শ নিতে প্রস্তুত সরকার : প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): বিরোধীদের থেকে গঠনমূলক পরামর্শ নিতে প্রস্তুত সরকার। জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। একইসঙ্গে তিনি বলেছেন, “তাঁরা যদি চান সত্য (মণিপুরের বিষয়ে) বেরিয়ে আসুক, তাহলে সংসদের চেয়ে ভালো ফ্লোর আর নেই।” শুক্রবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, “তাঁরা (বিরোধীরা) শান্তিপূর্ণভাবে আলোচনায় অংশ নিচ্ছেন না এবং সংসদে কোনও বিল পাস করতে সহযোগিতা করছেন না। আমরা তাঁদের কাছ থেকে গঠনমূলক পরামর্শ নিতে প্রস্তুত, কিন্তু হঠাৎ করেই তাঁরা অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছে।”

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী আরও বলেছেন, “আমরা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করব, যখন প্রয়োজন হবে। যেহেতু আমাদের কাছে সংখ্যা আছে, আমাদের কোনও সমস্যা নেই। তাঁরা যদি চান সত্য (মণিপুরের বিষয়ে) বেরিয়ে আসুক, তাহলে সংসদের চেয়ে ভালো ফ্লোর আর নেই।” এদিকে, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে শুক্রবার সকালেও সংসদের বাইরে বিক্ষোভ দেখান ‘ইন্ডিয়া’ জোটের সদস্যরা। পাশাপাশি নিজেদের মধ্যে কৌশল ঠিক করতে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠকও করেন সমমনোভাবাপন্ন বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *