বুরুঙ্গার নয়াবাজা‌রে অ‌গ্নিকান্ড, পু‌ড়ে ছাঁই মি‌নি সিএস‌পি।

পাথারকান্দি (অসম), ২৮ জুলাই (হি.স.) : পাথারকা‌ন্দি থানাধীন বুরুঙ্গা জি‌পির নয়াবাজা‌রে সংঘ‌টিত এক অ‌গ্নিকা‌ন্ডে এক‌টি প্রাই‌ভেট ব‌্যঙ্কের মি‌নি সিএস‌পি সেন্টার পু‌ড়ে ছাঁই হবার মর্মা‌ন্তিক খবর পাওয়া গে‌ছে।এ কা‌ন্ডে শুক্রবার তদ‌ন্তে না‌মে স্থানীয় পু‌লিশ।এ ম‌র্মে পু‌লি‌শের এসআই মানস‌জ্যো‌তি বুঢ়া‌গোঁহাই এ প্রতি‌বেদ‌কে জানান বৃহস্প‌তিবার রা‌তে সংঘ‌টিত অ‌গ্নিকা‌ন্ডে ‌ভাড়া‌টে কেন্দ্রটি পু‌ড়ে ভ‌ষ্মিভূত হ‌য়ে গে‌ছে।এ‌তে ক্ষ‌তিগ্রস্থ মা‌লি‌কের নাম আহাদ উ‌দ্দিন।তার কে‌ন্দ্রে থাকা নগদ টাকা সহ বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ ন‌থি ও বেশ‌কিছু মে‌শিনা‌রি সামগ্রী পু‌ড়ে গে‌ছে ব‌লে পু‌লি‌শের প্রাথ‌মিক তদ‌ন্তে ধরা প‌ড়ে‌ছে।এ ঘটনায় সিএস‌পি মা‌লিক জানান যে সব মি‌লি‌য়ে তার প্রায় পাঁচ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে।সরকা‌রি সাহায‌্য ছাড়া তার প‌ক্ষে ফের ঘু‌রে দাঁড়া‌নো মুশ‌কিল।কেউ বা কারা পূর্ব প‌রিকল্পনা ক‌রে প্রতি‌হিংসামুলক ভা‌বে এমন কান্ড ঘ‌টি‌য়ে‌ছে ব‌লে মা‌লি‌কের ধারনা।এ‌দি‌কে পু‌লিশ পা‌শের দোকা‌নে থাকা সি‌সি ক‌্যা‌মেরার ফু‌টেজ খ‌তি‌য়ে দেখে তদন্তে গ‌তি আনার ‌চেষ্টা কর‌ছে।এ কা‌ন্ডে গোটা এলাকায় একরাশ চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি ক‌রে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *