ডিমা হাসাও জেলার প্রথম মহিলা আইপিএস দীক্ষা লাংথাসাকে উষ্ণ সংবর্ধনা হাফলঙে

হাফলং (অসম), ২৮ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার প্রথম মহিলা আইপিএস অফিসার দীক্ষা লাংথাসাকে শুক্রবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

শুক্রবার হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ রাণু লাংথাসা, অন‌্যান্য কার্যনির্বাহী সদস্য, পার্বত্য পররিষদের প্রধান সচিব থাইসোডাও দাওলাগাপু, দেবানন দাওলাগাপু প্রমুখের উপস্থিতিতে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা সংবর্ধনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২২ বর্ষের পরীক্ষায় দ্বিতীয়বার অবতীর্ণ হয়ে ডিমা হাসাও জেলার বাসিন্দা দীক্ষা লাংথাসা ৬৬৪ নম্বর স্থান লাভ করেন। তার আগে ২০১৮ সালে প্রথমবার অবতীর্ণ হয়ে যোগেশ লাংথাসা ও সন্ধ্যা লাংথাসার কন্যা দীক্ষা লাংথাসা ৭০৮ নম্বর স্থান লাভ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *