ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই।। টানা তিন ম্যাচে জয় পূর্বাঞ্চলের। প্রফেসর দেওধর ট্রফি ক্রিকেটে সুপার সিক্সের লড়াইয়ে জয়ের হ্যাট্রিক পূর্বাঞ্চলের। এর সুবাদে পূর্বাঞ্চল যথারীতি দেওধর ট্রফির ফাইনালে খেলার পথ প্রশস্ত করে নিয়েছে। খেতাবি লড়াইয়ে প্রতিপক্ষ কোন দল হবে তা নির্ভর করছে আগামী ৩০ জুলাই ও ১ আগস্ট দুদিনের দুই রাউন্ডের ছয়টি ম্যাচের ফলাফলের উপর। তবে দক্ষিণাঞ্চলও টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে ফাইনালের লক্ষ্যে এগিয়ে রয়েছে। আজ শুক্রবার পূর্বাঞ্চল ৮৮ রানের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে উত্তরাঞ্চলের বিরুদ্ধে। ৫০ ওভার এর ডে ম্যাচের শুরুতে টস জিতে পূর্বাঞ্চল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩৩৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিয়ান পরাগ সর্বাধিক ১৩১ রান পায়। রিয়ান ১০২ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও ১১ টি ওভার বাউন্ডারি হাকিয়ে ১৩১ রান সংগ্রহ করে। উইকেট রক্ষক কুমার কোষাগ্র দুর্দান্ত খেলে ৯৮ রানে প্যাভেলিয়নে ফিরে দুই রানের জন্য শতক হাতছাড়া করে। কোষাগ্র ৮৭ বল খেলে আটটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে ৯৮ রান পায়। উত্তরাঞ্চলের ময়াঙ্ক যাদব ৬৩ রানে চারটি এবং হর্ষিত রানা ৫৪ রানে তিনটি উইকেট পায়। জবাবে ব্যাট করতে নেমে উত্তরাঞ্চল ৪৫.৩ ওভার খেলে ২৪৯ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে মন্দীপ সিং ৫০, অভিষেক শর্মা ৪৪, এইচ রানার ৪০ এবং জি রুহিল্লা ৪১ রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। পূর্বাঞ্চলের রিয়ান পরাগ ৫৭ রানের চারটি এবং সাহাবাজ ৪১ রানে তিনটি উইকেট পেয়েছে। ত্রিপুরার মনি শংকর আজ উইকেট পায়নি, তবে আগের দুটি ম্যাচে তার দুর্দান্ত বোলিংয়ে যথাক্রমে মধ্যাঞ্চলকে ছয় উইকেটে এবং উত্তর-পূর্বাঞ্চল কে আট উইকেটে পরাজিত করেছিল। আজ দিনের অপর খেলায় দক্ষিণাঞ্চল ৯ উইকেটের বড় ব্যবধানে উত্তর পূর্বাঞ্চলকে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে দক্ষিণাঞ্চলেরও জয়ের হ্যাটট্রিক হয়েছে এবং ফাইনালে খেলার পথ প্রশস্ত করে নিয়েছে।
2023-07-28