ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।।
চ্যাম্পিয়ন হলো সেভেন স্টার (চারিপাড়া) এবং ওমেন পাওয়ার। ‘৭৫ সীমান্ত গ্রাম, ক্রান্তি বীরো কে নাম’ আয়োজিত চারিপাড়া গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কাবাডি প্রতিযোগিতায়। বৃহস্পতিবার চারিপাড়া গ্রাম পঞ্চায়েত মাঠে হয় আসর। তাতে বালক বিভাগে ৬ দল এবং বালিকা বিভাগে ২ দল অংশ নেয়। সকালে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত চিলেন গঁাও প্রধান মেনকা দাস, উপ প্পধান সুব্রত রায়, পঞ্চায়েত সচিব বিমল সরকার প্রমুখ।আসরে বালক বিভাগে চারিপাড়া সেভেন স্টার পরাজিত করে চারিপাড়ারই পল্লাল পাড়াকে। বালিকা বিবাগে ওমেন পাওয়ার দল পরাজিত করে ওমেন ইউনিয়ন দলকে। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসরকে ঘিরে ব্যাপর উৎসাহ লক্ষ্য করা গেছে। আসর পরিচালনা করেন রাজ্য কাবাডি সংস্থার কোচ-রা। আগামীদিনে বেলাবর পঞ্চায়েতে হবে আসর বলে জানা গেছে।
2023-07-27