কৃষকদের বহুমুখী সুবিধা দিতে নতুন করে চালু হল কৃষক-সম্মান সমৃদ্ধি যোজনা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷  কৃষকদের বহুমুখী সুবিধা দিতে নতুন করে চালু হল কৃষক-সম্মান সমৃদ্ধি যোজনা৷ রাজস্থানে এক বিশেষ কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার কৃষকদের স্বার্থ বিষয়ক প্রধানমন্ত্রী কৃষক-সম্মান সমৃদ্ধি যোজনার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কৃষকদের বহুমুখী সুবিধা দিতে নতুন করে চালু হওয়া এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দেশবাসীর সামনে প্রধানমন্ত্রী তুলে ধরেন এই প্রকল্পে কৃষকদের জন্য কি কি সুবিধা রয়েছে৷ আর প্রধানমন্ত্রীর এই ঘোষণা এদিন সরাসরি শুনলেন কিষান মোর্চার নেতাকর্মীরা৷ ব্যতিক্রম ছিল না ত্রিপুরাও৷ আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে কৃষকদের স্বার্থে চালু হওয়া প্রধানমন্ত্রীর নতুন প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা সরাসরি শুনলেন রাজ্য নেতৃত্ব৷ এতে উপস্থিত ছিলেন কিষান মোর্চার প্রদেশ সভাপতি জহর সাহা সহ অন্যান্য নেতৃত্ব৷ কৃষকদের স্বার্থ বিষয়ক প্রধানমন্ত্রী কৃষক সম্মান সমৃদ্ধি যোজনা প্রসঙ্গে এদিন কিষান মোর্চার প্রদেশ সভাপতি শ্রী সাহা বলেন, দেশের প্রধানমন্ত্রী কৃষকদের কল্যাণে বহুমুখী প্রকল্প নিয়ে কাজ করে চলেছে৷ বত্তৃণতা ও প্রচারের মধ্য দিয়ে নয়, বাস্তবের মধ্য দাঁড়িয়ে কৃষকরা যাতে আত্মনির্ভর হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী৷ কৃষি উৎপাদনের পাশাপাশি কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী নতুন এই প্রকল্প চালু করেছেন৷ এতে করে দেশের কৃষকরা দারুণভাবেই আগামীদিন উপকৃত হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *