আগরতলা, ২৭ জুলাই (হি.স.) : বিগত ২৫ বছরে বাম আমলে ত্রিপুরায় যে শিক্ষার অগ্রগতি বয়ে এসেছিল তা মাত্র ছয় বছরে বিজেপি সরকার ধুলিসাৎ করে দিয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে টিএসইউ–র পক্ষ থেকে বর্তমান ত্রিপুরা সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তোলা হয়েছে।
এদিন সংগঠনের জনৈক নেতা দাবি করেন, ত্রিপুরায় বাম সরকার থাকাকালীন ২০১৭-১৮ অর্থবর্ষে শিক্ষার জন্য ২১.২৩ শতাংশ অর্থ বাজেটে বরাদ্দ করা হয়েছিল, তা ২০২২-২৩ অর্থবর্ষে কমে দাড়িয়েছে ১৮.৪৮ শতাংশ। পাশাপাশি ২০২৩-২৪ অর্থবর্ষে শিক্ষা খাতে মাত্র ১৭.৮৬ শতাংশ বরাদ্দ করা হয়েছে।
তাঁর কথায়, ত্রিপুরা সরকার ও এডিসি প্রসাশন যৌথভাবে টিটিএএডিসি–তে শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বেহাল দশায় পরিণত করেছে। টিটিএএডিসি–র অধীনে মোট ১০৩৬টি বিদ্যালয় রয়েছে। কিন্তু ৫০ শতাংশ বিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ভুগছে। তাছাড়া, ১০৭টি বিদ্যালয় মাত্র একজন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, বিদ্যাজ্যোতি প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও বিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়ন হয়নি এবং অধিকাংশ বিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ভুগছে। তাহলে বিদ্যাজ্যোতি প্রকল্পের জন্য ৫০০কোটি টাকা বরাদ্দ করা হলে তা কোথায় খরচ হয়েছে, প্রশ্ন তুলেন তিনি।