অসম : নগাঁওয়ে জোড়াবাট পুলিশের জালে নগদ টাকা, চুরির গাড়ি সহ ডাকাত


গুয়াহাটি, ২৭ জুলাই (হি.স.) : অসমের নগাঁওয়ে পুলিশের জালে পড়েছে নগদ টাকা, চুরির গাড়ি সহ জোড়াবাটে ডাকাতির সঙ্গে জড়িত দুষ্কৃতী। ধৃত ডাকাতকে নগরবেরার বাসিন্দা জাহিদুল ইসলাম বলে পরিচয় পাওয়া গেছে।

জনৈক রুকমান আলি শিলং থেকে শাক-সবজি আনতে গুয়াহাটির গড়চুক থেকে ভাড়া করেছিলেন এএস ০১ কিউসি ১৮৮০ নম্বরের টাটা ডিআই মিনিট্রাক। সে অনুযায়ী তিনি বুধবার দুপরের দিকে শিলঙের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। কিন্তু জোড়াবাটের নয়মাইলে দুপুরের খাবার খেতে গাড়িটি দাঁড় করিয়ে একটি হোটেলে ঢুকেছিল চালক জাহিদুল ইসলাম এবং সবজি বিক্রেতা রুকমান আলি। হোটেলে চালক জাহিদুল ইসলাম ব্যবসায়ী রুকমানের কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা নিয়ে তার ডিআই গাড়ি সহ পালিয়ে যায়।

অকস্মাত সংগঠিত ঘটনায় হতচকিত ভুক্তভোগী রুকমান আলি জোড়াবাট থানায় অভিযোগ দাখিল করেন। অভিয়োগের ভিত্তিতে থানার ওসি কপিল পাঠকের নেতৃত্বে পুলিশের এক দল অভিযান চালিয়ে নগাঁও থেকে ডিআই গাড়ি, লুটের নগদ টাকা সহ চালক জাহিদুল ইসলামকে পাকড়াও করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *