আগরতলা, ২৬ জুলাই (হি.স.) : খুব শীঘ্রই সাপ্তাহিক পর্যটক কেন্দ্রের (উইকেন্ড ট্যুরিস্ট হাব) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। আজ বিকেলে সচিবালয়ে এক উচ্চস্তরীয় বৈঠকের পর দৃঢ় প্রত্যয়ের সুরে একথা বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন সুশান্ত বলেন, আজ উইকেন্ড ট্যুরিস্ট হাবের সাথে সম্পর্কিত আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে।
তাঁর কথায়, রাজ্যের এবং বহিঃরাজ্যের পর্যটক সহ সর্বসাধারণের সপ্তাহান্তে সপরিবারে অবকাশকালীন সময় উপভোগের জন্য মূলত সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।