কলকাতা, ২৬ জুলাই (হি. স.) : “মালদা জেলার মালতিপুর বিধানসভার চান্দু গ্রামে রাজা আলী ও বদরু আলীর হাতে ধর্ষিত হতে হলো সপ্তম শ্রেণীর নিরীহ নাবালিকাকে। খোঁজ নিতে গেলে মেয়েটির পরিবারের লোকজনকে ব্যাপক মারধর করে ধর্ষকের পরিবার।”
বুধবার এই মন্তব্য করে বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার টুইটারে লেখেন, “পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করার পরে পুলিশের তরফ থেকে নির্যাতিতার পরিবারকে চুপ থাকার এবং আপোষে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। হাজারো নৃশংসতা প্রত্যক্ষ করেও তৃণমূল-আশ্রিত পুলিশ আজ নীরব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার নিজের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ।”