সংসদে শান্তি ফিরছেই না, মণিপুর ইস্যুতে উত্তাল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.) : সংসদে অচলাবস্থা জারি রয়েছে, মণিপুর ইস্যুতে বুধবারও সংসদের উভয়কক্ষে হইহট্টগোল করলেন কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদরা। বিরোধীদের স্লোগান ও হইহট্টগোলের কারণে এদিনও শান্তি ফিরল না সংসদে। দফায় দফায় মুলতুবি হল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংসদের উভয়কক্ষে বিবৃতি দিতে হবেই এই দাবিতেই অনড় বিরোধীরা।

বুধবার বেলা এগারোটা নাগাদ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হয়। এদিন অধিবেশন শুরু হওয়ার পর কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে আত্মবলিদান দেওয়া জওয়ানদের শ্রদ্ধা জানানো হয়।এরপরই মণিপুর নিয়ে আলোচনার জন্য সদনে প্রধানমন্ত্রীর উপস্থিতির দাবি করে বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন, এই স্লোগানের মধ্যেই লোকসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা ও পরে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা, তাই রাজ্যসভার অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

এদিন সংসদে আসেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। সংসদ চত্বরে তিনি আম আদমি পার্টির সাসপেন্ডেড (রাজ্যসভা থেকে সাসপেন্ড) সাংসদ সঞ্জয় সিংয়ের সঙ্গে দেখা করেন। প্রসঙ্গত, সঞ্জয় সিং এবং কংগ্রেস সাংসদ রজনী পাটিলকে সংসদের বর্ষা অধিবেশনের বাকি অংশের জন্য সাসপেন্ড করা হয়েছে।