ইসলামপুর, ২৬ জুলাই (হি. স.) : কাজে যাওয়ার পথে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার লাড়ুখোয়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল এক আইসিডিএস কর্মীর। জখম হয়েছে মৃত মহিলার শিশু সহ মোট দু’জন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ।
জানা গেছে, মৃত মহিলার নাম কবিতা মণ্ডল (৩০)। বাড়ি ইসলামপুর থানার গাইসাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দস্তোরা এলাকায়। তিনি গাইসল ১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ছিলেন। এদিন স্কুটার নিয়ে কাজে যাচ্ছিলেন কবিতা। লাড়ুখোয়া এলাকায় পেছন থেকে একটি বাইক তাঁর স্কুটারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কবিতার। জখম হয় স্কুটারে থাকা তাঁর শিশু সহ দু’জন। জখম দু’জন ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, ঘটনার পরই বাইক ছেড়ে পালিয়ে যায় চালক। গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইকটি আটক করে তদন্ত শুরু করেছে। মৃত মহিলার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।