আগরতলা, ২৬ জুলাই (হি.স.) : ত্রিপুরায় কলেজগুলিতে সমস্ত ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগের দাবিতে রাজধানীর অফিস লেনস্থিত শিক্ষা ভবনে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে ডেপুটেশনে প্রদান করা হয়েছে।
সংগঠনের রাজ্য সম্পাদক সঞ্জিত সাহা জানিয়েছেন, রাজ্যের কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে। তাছাড়া আজ থেকে সমস্ত কলেজে পঠনপাঠন শুরু হয়েছে। কিন্তু দেখা গেছে, এবছর ছাত্রছাত্রীদের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বেশি হওয়ায় রাজ্যের অনেক ছাত্রছাত্রী কলেজে ভর্তি হতে পারছে না। তাই আজ অফিস লেনস্থিত শিক্ষা ভবনে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে ডেপুটেশনে প্রদান করা হয়েছে।
সংগঠনের দাবি, অতিসত্বর বাকি ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়া হোক।