ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।।এসডিএমের নির্দেশে দুটো রুম খোলা হলো টিসিএ অফিসে। ভালো কথা, প্রশাসনিক নির্দেশ মতো দুটো রুম খোলা। তবে প্রাপ্ত খবর এরকম যে, আরো তিনটি রুম কিভাবে খোলা হলো টিসিএ অফিসে। এই নিয়ে এখন উঠছে অবিরাম প্রশ্ন। গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য রয়েছে টিসিএতে। এগুলো হাফিজ হয়ে গেলে এর দায়ভার কে নেবে, তা নিয়ে ও উঠছে প্রশ্ন। সচিব, সহ সভাপতিকে টিসিএতে আসতে দেয়া হচ্চে না। এগুলো কি চলছে টিসিএতে। রাজ্য ক্রিকেট সংস্থায় এমনো দিন যে দেখতে হবে আপামর ক্রিকেট প্রেমীদের, তা নিয়ে ও উঠছে একের পর এক প্রশ্ন। প্রশ্ন গুলোর জবাব আদতে দেবে কোন গোষ্ঠী। কোনো উত্তর কি আছে তপন লোধ, জয়ন্ত দের কাছে। ক্রিকেট প্রেমীরা জানতে চায়, কার নির্দেশে টিসিএতে আরো তিনটি রুম খোলা হলো।
2023-07-26