কলম্বো, ২৫ জুলাই(হি.স.): কলম্বো থেকেই পাকিস্তান ক্রিকেটারদের বিদ্রোহ। দেশের ক্রিকেট বোর্ড যে আর্থিক চুক্তির প্রস্তাব দিয়েছে তা মানছে না পাকিস্তানের ক্রিকেটারেরা। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চুক্তিতে সই করেননি বাবর আজ়মেরা।
জানা যাচ্ছে সিরিজ় শেষে কলম্বো থেকে দেশে ফিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জ়াকা আশরফের সঙ্গে বৈঠকে বসবেন বাবরেরা। সেখানে নিজেদের পাঁচ দফা দাবি রাখবেন তাঁরা।তবে বাবরদের কত টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, তা জানা যায়নি।