মুম্বইয়ের আন্ধেরিতে ভূমিধস, ধ্বংসস্তূপের নিচে ৫টি বাড়ি

মুম্বই, ২৫ জুলাই (হি.স.): মুম্বইয়ের পূর্ব আন্ধেরিতে অবস্থিত চাকালা পাহাড়ের একটি অংশ ধসে রামবাগ সোসাইটির পাঁচটি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) টিম রামবাগ সোসাইটির ১৬৫টি বাড়ি খালি করতে শুরু করেছে। মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
বিএমসি আধিকারিকরা জানিয়েছেন, রামবাগ সোসাইটি প্রায় ২৫ বছর আগে তৈরি হয়েছিল। এই সোসাইটির কাছেই চাকলা পাহাড়। এই সোসাইটির লোকজনকে বৃষ্টির আগে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বিএমসি কর্তৃক সতর্ক করা হলেও, লোকজন জীবনের ঝুঁকি নিয়ে এই স্থানে বসবাস করছেন। সোমবার রাত ২ টো নাগাদ পাহাড়ের আরেকটি অংশ ধসে রামবাগ সোসাইটির পাঁচটি বাড়ির ওপর পড়ে। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে। পাশাপাশি ধ্বংসাবশেষ সরানোর কাজও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *