নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ কুমারঘাটে উল্টোরথ দূর্ঘটনা কাণ্ডে মৃত্যু হলো আরো একজনের৷ এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো নয়জন৷ মৃতার নাম দ্রৌপদী মালাকার৷ বাড়ি কুমারঘাটের ৯১ মাইল এলাকায়৷ উল্লেখ্য, গত ২৮ জুন কুমারঘাটে ইসকন আয়োজিত উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিলো দুই শিশু সহ সাত জনের৷ বিদ্যুতের ছোবলে আহত হয়েছিলেন আরো পনেরো জন পূন্যার্থী৷ তাদের অনেকেই চিকিয়সাধীন ছিলেন আগরতলার জিবিপি হাসপাতালে৷ যদিও ঘটনার দিনই ঘটনাস্থল ঘুরে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসার সমস্ত ব্যায় রাজ্য সরকার বহন করবে বলে ঘোষনা দিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী চিকিৎসক মানিক সাহা৷ পরে জিবি থেকে আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য গত কদিন আগেই সরকারীভাবে পাঠানো হয় দিল্লীতে৷ বহিঃরাজ্যেই চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যার্থ করে মঙ্গলবার মৃত্যুর কোলে ঢোলে পরে দ্রৌপদী মালাকার নামে আরো এক মহিলা৷ উল্লেখ্য উল্টোরথে দূর্ঘটনার দিনই মৃত্যু হয়েছিলো মৃত দ্রৌপদি মালাকারের ছয় বছরের ছেলেরও৷ এই ঘটনায় শোকের ছায়া গোটা কুমারঘাট জুড়ে৷
2023-07-25