নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ বিশালগড় থানা এলাকায় পথ দুর্ঘটনায় আশঙ্কাজনক পুলিশ কর্মী৷ পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে পালায় বাইক চালক! আহত সহকর্মীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন মহকুমা পুলিশ আধিকারিক৷ ঘটনার বিবরণে জানা যায় দ্রুতগামী এক বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে পুলিশ কর্মী৷ ঘটনা বিশালগড় এসডিপিও অফিস সংলগ্ণ এলাকায় সোমবার সন্ধ্যায়৷ আহত পুলিশ কর্মী হারাধন দেবকে সাথে সাথেই মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন নিজে নিয়ে আসেন বিশালগড় মহকুমা হাসপাতালে৷ আহত পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় রাজধানীর জিবি হাসপাতালে৷ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক বাইক চালক৷ আহত পুলিশ কর্মীর বাড়ি বিশালগড় গোলাঘাটি কসবা এলাকায়৷ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে নাইট ডিউটিতে যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনাটি৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত ঘটনায় জড়িত বাইক আটক কিংবা বাইক চালককে সনাক্ত করতে পারেনি পুলিশ৷ উল্লেখ্য যান দুর্ঘটনা প্রতিনিয়তই বৃদ্ধি পেয়ে চলেছে৷৷ জাতীয় সড়কে যান চলাচলে গতি নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে৷
2023-07-25