আলজেরিয়ায় দাবানলে নিহত ১০ সেনা ও ১৫ জন নাগরিক

আলজিয়ার্স, ২৫ জুলাই (হি.স.) : আলজেরিয়ার জঙ্গলের আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। এই অগ্নিকাণ্ডে ১০ জন সেনা এবং ১৫ জন স্থানীয় লোক মারা গেছে। প্রবল বাতাস এবং প্রচণ্ড তাপ সত্ত্বেও সেনারা আগুন নেভানোর চেষ্টা করছে।

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, জঙ্গলের আশেপাশের এলাকা থেকে ১,৫০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাজধানী আলজিয়ার্সের পূর্বে বেনি জিলা রিসোর্ট এলাকায় আগুন নেভানোর সময় ১০ সেনা নিহত এবং 25 জন আহত হয়েছে। বাতাসের কারণে এই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। অগ্নিনির্বাপণ অভিযানে প্রায় ৭,৫০০ অগ্নিনির্বাপক কর্মী, ৩৫০ ট্রাক এবং বিমান মোতায়েন করা হয়েছে। অগ্নিকাণ্ডে দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দেশটির রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ আবদেলমাদজিদ তেবোউন, শোক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *